বাঘা পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী
রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাছ আলী ১২ হাজার ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী শাহীনুর রহমান পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট।
এদিকে জেলার পুঠিয়ায় দুইটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভালুকগাছি ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান ৯ হাজার ৯৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা একরামূল হক পেয়েছেন ৫ হাজার ২৭৬ ভোট।
অপর দিকে, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল ১২ হাজার ৩৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবু হায়াত পেয়েছেন ৬ হাজার ৩৪৯ ভোট।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সংরক্ষিত ৯ নম্বর আসনের মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন আয়শা খাতুন। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে আনারস প্রতীক নিয়ে তিনি ৪ হাজার ২৫৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সখিনা খাতুন গ্লাস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫১৭ ভোট।