শিবচরে ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

ভ্যানচালক মুন্না মির্জাছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ৯ দিন পর মুন্না মির্জা (১৭) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার ঢাকা-ভাঙ্গা রেললাইনের পাশে কাশবনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া মুন্না মির্জা ফরিদপুরের নগরকান্দা থানার শংকর পাশা গ্রামের আবদুর রাজ্জাক মির্জার ছেলে। সে শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সেলিম মাতবরের বাড়িতে ভাড়া বাসায় থাকত। সে প্রায় ছয় মাস ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। সে ২০ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় ২১ জানুয়ারি তার মা স্বপ্না বেগম শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মুন্নার বড় ভাই সবুজ মির্জা বলেন, ‘আমার ভাই ৯ দিন আগে নিখোঁজ হয়। এর আগেও আমার ভাইয়ের কাছ থেকে একটি ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। আমরা ধারণা করছি, ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করে আমার ভাইকে মেরে ফেলেছে সন্ত্রাসীরা। যারা আমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী, তাদের সঠিক বিচার চাই।’

এই বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ বলেন, ‘নিখোঁজ হওয়ার পর ভ্যানচালক মুন্নার মা স্বপ্না বেগম থানায় একটি জিডি করেছিলেন। মুন্না কোনো মুঠোফোন ব্যবহার করত না। এ কারণে আমরা তার অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হই। তার লাশ পরিবারের লোকজন শনাক্ত করেছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শিগগিরই আইনের আওতায় আনব। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।’