দুই লাখ টাকার জন্য শিশুকে অপহরণ, খালা-খালুসহ তিনজন গ্রেপ্তার

নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালী চাটখিল উপজেলা থেকে তিন বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে শিশুটির খালা-খালুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মুন্সিগঞ্জ থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। একই সঙ্গে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।

১৩ নভেম্বর সকালে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন থেকে ওই শিশুকে অপহরণ করা হয়। শিশুটির মা বলেন, চার মাস আগে তাঁর বোন সোনিয়া আক্তারের সঙ্গে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসিন্দা মো. রোমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে সোনিয়া ও রোমান তাঁদের বাড়িতেই ছিলেন। ১৩ নভেম্বর তাঁর প্রবাসী ভাইয়ের কাছে দুই লাখ টাকা চান রোমান। কিন্তু তাঁর ভাই টাকা দেবেন না বলে জানালে রোমান ক্ষুব্ধ হয়ে নানাভাবে হুমকি দেন।

মুন্নি আক্তারের অভিযোগ, ওই ঘটনার পর তাঁর ভগ্নিপতি রোমান তাঁদের বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর সোনিয়া তাঁর তিন বছরের ছেলেকে কোলে নিয়ে আদর করতে করতে বাড়ির সামনের দিকে যান। সোনিয়া দীর্ঘক্ষণ না ফেরায় তাঁকে কল করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সোনিয়ার স্বামীকে ফোনে বিষয়টি জানানো হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না। পরে গতকাল শুক্রবার অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে তাঁর ছেলেকে ফেরত পেতে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করলে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, তিন বছরের শিশুটিকে অপহরণ করে মুন্সিগঞ্জ জেলায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তৃতীয় আরেক ব্যক্তি তাঁর মুঠোফোন থেকে কল করে দুই লাখ টাকা মুক্তি ফোন দাবি করেন। মুঠোফোনের সূত্র ধরে অপহরণের ঘটনায় জড়িত সোনিয়া আক্তার, তাঁর স্বামী মো. রোমান এবং তাঁদের ওই সহযোগী মো. শাহরিয়ার হাসানকে গ্রেপ্তার করা হয়।

ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আগামীকাল রোববার আসামিদের আদালতে সোপর্দ করা হবে। অপহৃত শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।