বান্দরবানে হোটেল-মোটেলে ৩৫ শতাংশ ছাড় ঘোষণা
বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আজ বৃহস্পতিবার থেকে ৭৪টি আকর্ষণীয় পর্যটন স্থান ও প্রায় ৮০টি হোটেল-মোটেল কর্তৃপক্ষ পর্যটকদের অপেক্ষায় আছে। পর্যটক আকর্ষণের জন্য জেলার হোটেল–মোটেলগুলোতে নভেম্বরে মাসব্যাপী ৩৫ শতাংশ ও পরিবহনে ২০ শতাংশ ছাড় ঘোষণা করেছেন পর্যটন ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার সকাল সংবাদ সম্মেলনে তাঁরা এই ঘোষণা দিয়েছেন।
গতকাল বুধবার পর্যটনের ওপর বিধি–নিষেধ প্রত্যাহরের ঘোষণার পর পর্যটনশিল্পের সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁরা সবাই বন্ধ আবাসিক হোটেল, মোটেল ও অবকাশ যাপনকেন্দ্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করেন। কর্মহীন হয়ে বাড়িঘরে অলস সময় কাটানো কর্মচারীদের ডেকে নিয়ে এসে সব কিছু সাজিয়ে তুলেছেন। পরিবহনের মালিক-শ্রমিকদের মধ্যেও কর্মচাঞ্চল্য ফিরেছে। পর্যটক পরিবহনসেবায় নিয়োজিত প্রায় সাড়ে চার শ চাঁদের গাড়ি, জিপ, মাইক্রোবাসের চালক ও চালক ও সহকারীরা আজ সকাল থেকে পর্যটকের অপেক্ষায় রয়েছেন।
জেলা শহরের একটি আবাসিক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বলেছেন, পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় জেলার সব স্তরের মানুষ খুশি হয়েছেন। করোনাভাইরাসের অতিমারি এবং এরপর নানা পরিস্থিতে পর্যটন ব্যবসায় ধস নেমেছে। গত ৮ অক্টোবর পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এবারে পর্যটকদের সেবার মান বাড়ানো হচ্ছে। একই সঙ্গে আবাসিক হোটেলে ৩৫ শতাংশ, অবকাশ যাপনকেন্দ্রে ২৫ শতাংশ ভাড়া কমানো হয়েছে। খাবারের হোটেলে ১০ শতাংশ মূল্য কম রাখা হবে। পরিবহন মালিক সমিতির সভাপতি নাসিরুল আলম বলেছেন, পরিবহনে ২০ শতাংশ ভাড়া ছাড় দেওয়া হবে। এই ছাড় ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।