বরগুনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে মারধরের ঘটনায় মামলা
বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুর রশিদ মিয়াকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বরগুনা সদর থানায় আবদুর রশিদ বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলমের (ফারুক মোল্লা) ছেলে শাওন মোল্লার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও তিন ব্যক্তিকে আসামি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে সূত্রে জানা গেছে, গত রোববার বেলা ১১টার দিকে ব্যক্তিগত কাজের জন্য বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে যান আবদুর রশিদ। মূল ভবনের গেট দিয়ে ঢোকার সময় শাওন মোল্লাসহ অজ্ঞাতপরিচয় আসামিরা দাঁড়িয়ে ছিলেন। এ সময় শাওন মোল্লা অজ্ঞাতপরিচয় আসামিদের সহায়তায় আবদুর রশিদের পথরোধ করে অকথ্য ভাষায় গালাগাল করে। একপর্যায়ে আবদুর রশিদের ব্যবহৃত চশমাটি রাস্তায় আছাড় দিয়ে ভেঙে ফেলেন শাওন। এটি তুলতে গেলে তাঁকে সজোরে চর-থাপ্পড় মারা হয়। একপর্যায়ে শাওন তাঁকে ধাক্কা দিয়ে রাস্তার ওপরে ফেলে দেয়।
এজাহারে আবদুর রশিদ দাবি করেন, তাঁর সম্মানহানি করার উদ্দেশ্যে মোবাইলে ওই ঘটনার দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করেছে আসামিরা।
অন্যদিকে মামলার বিষয়ে জানতে শাওন মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা করা হলেও এতে তিনি সাড়া দেননি।