মনোনয়নপত্র জমা দিলেন ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির কারাবন্দী নেতা রইস

বরিশাল মহানগর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক রইস আহম্মেদ
ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নগরের ২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন রইস আহম্মেদ ওরফে মান্না। তিনি সদ্য বিলুপ্ত নগর ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। আওয়ামী লীগ মনেনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের তিন সমর্থকের ওপর হামলায় ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে তিনি বর্তমানে কারাগারে আছেন।

আরও পড়ুন

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার মনোনয়নপত্র কেনা ও জমাদানের শেষ দিনে কারাগারে থাকা অবস্থাতেই রইস আহম্মদের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তিনি নগরের ২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হয়েছেন। ওই ওয়ার্ডে আরও সাতজন প্রার্থী আছেন। তাঁর পক্ষে তাঁর পরিবারের সদস্যরা আজ মনোনয়নপত্র জমা দেন।

গত রোববার সন্ধ্যায় নগরের কাউনিয়া বাঁশবাজার এলাকায় আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর তিন সমর্থক মনা আহম্মেদ, আবদুল হালিম ও মো. জাহিদকে পিটিয়ে আহত করা হয়। তাঁদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রইস আহম্মেদের নেতৃত্বে এই হামলা হয়েছে অভিযোগে কাউনিয়া থানায় মামলা হয়। সেই মামলায় রোববার মধ্যরাতে ১২ সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রাতে বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আরও পড়ুন