সিরাজগঞ্জে আমের ট্রাক ও গরুর পিকআপের সংঘর্ষ, নিহত ৪
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আমের ট্রাক ও গরুবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার ফুলবাড়ী গ্রামের সুজন সেখ (৩২), সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামের রাব্বি হোসেন (২৪), নাটোরের বাগাতিপাড়া উপজেলার প্যারাবাড়িয়া গ্রামের মাসুদ রানা (৩০) ও একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে শিশু আয়ান (৪)। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি গরু মারা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে আমবোঝাই ট্রাকটি রাজশাহী থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিল। আর গরুবোঝাই পিকআপ ভ্যানটি বনপাড়ার দিকে যাচ্ছিল। গাড়ি দুটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং পিকআপের চালকসহ মোট ছয়জন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চারজন মারা যান। আহত অন্য দুজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় এনে রাখা হয়েছে।