ডাব খাওয়ার কথা বলে ডেকে নিয়ে দুই ভাইকে হত্যা করা হয়: পুলিশ

মাগুরা জেলার মানচিত্র

মাগুরার মহম্মদপুরের পানিঘাটা গ্রামে দুই ভাইকে গলা কেটে হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের একজনকে আটক করা হয়েছে। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ডাব খাওয়ার কথা বলে সবুজ মোল্লা (৩০) ও তাঁর ভাই হৃদয় মোল্লাকে (১৭) ডেকে নিয়ে হত্যা করা হয়।

আজ সোমবার বিকেলে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। নিহত দুজন উপজেলার পানিঘাটা গ্রামের মনজুর মোল্লার ছেলে। গতকাল রোববার সকালে ওই ব্যক্তির বাড়ি থেকে কয়েক শ গজ দূরে তাঁর দুই ছেলের গলাকাটা লাশ পাওয়া যায়।

আরও পড়ুন

পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে রোববার রাতে মাগুরা শহরের একটি এলাকা থেকে পানিঘাটা গ্রামের ফারুক শিকদারের ছেলে আশিকুর রহমানকে (১৭) আটক করা হয়। পুলিশের ভাষ্যমতে, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে আশিকুর ডাব খাওয়ার কথা বলে সবুজ ও তাঁর ভাই হৃদয়কে ডেকে পানিঘাটা মধ্যপাড়া ঢোকচান্দের মাঠে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে দুই ভাইকে গলা কেটে হত্যা করে।

তবে ঠিক কী নিয়ে বিরোধ, এ বিষয়টি স্পষ্ট করেননি অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিকুর ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশের ধারণা, কয়েকজন হত্যাকাণ্ডে অংশ নেয়। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন।

নিহত ব্যক্তিদের মধ্যে সবুজ মোল্লা কৃষিকাজ করতেন। আর তাঁর ছোট ভাই হৃদয় স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। পানিঘাটা গ্রামের যে মাঠে তাঁদের লাশ পাওয়া গেছে, সেটা তাঁদের বাড়ি থেকে কয়েক শ গজ দূরে।

নিহতদের ভাই মো. আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোনো শত্রু নেই। কোনো দলাদলির সঙ্গে আমরা নেই। পরিশ্রম করে খাই। আমার দুই ভাইকে এভাবে কেউ মেরে ফেলবে, এটা ধারণাও করতে পারি না।’