বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজকে বাসের ধাক্কা, নিহত ২
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে উপজেলার কেওয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত দুজনের নাম জানা যায়নি। আহত পাঁচজন হলেন বরিশালের বাসিন্দা পূরবী রায় (২৬), গোপালগঞ্জের জাহিদ হাসান (২৮), পিরোজপুরের দ্বীপ হাওলাদার (২৪), একরাম হোসেন (৩৩) ও রাখি (২৩)। তাঁদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পদ্মা সেতু পার হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। সকাল সোয়া সাতটার দিকে গাড়িটি বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের কেওয়াটখালী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে গাড়িটির সজোরে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গাড়ির দুই পুরুষ যাত্রী মারা যান।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস কর্মকর্তা মাহফুজ রিবেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে সাতজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয় দুজন মৃত। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।