মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের অবস্থা গুরুতর। গতকাল শনিবার রাতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার মাদবরের চর ইউনিয়নের ডাইয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত পাঁচজনের মধ্যে সুলতান শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাকি চারজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে তাঁদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদবরের চর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল সরদার ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মোল্লার সঙ্গে একই এলাকার শ্রমিক দল নেতা মো. নাসির ও সুলতান শেখের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সম্প্রতি আজিজুল সরদার ও জসিম মোল্লা তাঁদের লোকজন নিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নেন বলে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে গতকাল সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

মাদবরের চরের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, আজিজুল সরদার, জসিম মোল্লা, কামাল ফকিরসহ তাঁদের লোকজন আওয়ামী লীগপন্থী। এলাকায় তাঁরাই আওয়ামী লীগ সরকারের আমলে আধিপত্য বিস্তার করে আসছিলেন। এদিকে নাসির, সুলতান শেখ, শফিক সরকারসহ তাঁদের লোকজন বিএনপিপন্থী। এলাকায় এই দুই পক্ষ স্থানীয়ভাবে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা চালিয়ে আসছিল। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নিজেদের প্রভাব ধরে রাখতে বিএনপিতে যোগদানের পরিকল্পনা করেন আওয়ামী লীগের ওই নেতা ও তাঁদের লোকজন। এ নিয়েই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতার হোসেন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে আছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত। কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।