দিনাজপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
দিনাজপুরের হাকিমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই শিক্ষার্থীকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর শামীম সরদারকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর মহল্লায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শামীম সরদার পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত আবেদ আলী সরদারের ছেলে। তিনি আওয়ামী লীগের হাকিমপুর পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আজ দুপুরে তাঁকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক আরিফুর রহমান প্রথম আলোকে জানিয়েছেন।
হাকিমপুর থানায় হওয়া মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক পৌর মেয়র জামিল হোসেনের বাড়িতে আগুন জ্বালিয়ে আসাদুজ্জামান নূর ওরফে সূর্য (১৭) ও মুহতাসিম নাঈম (১৭) নামের দুই শিক্ষার্থীকে হত্যা করা হয়। এ ঘটনায় আসাদুজ্জামান নূরের বড় ভাই মো. সুজন বাদী হয়ে ১৯ আগস্ট সকালে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আসামি হিসেবে দিনাজপুর-৬ (হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেনসহ ২৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ওই মামলায় আরও ৯০ থেকে ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, হত্যা মামলার তদন্তের পর সংশ্লিষ্টতা আসায় শামীম সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো প্রক্রিয়াধীন। হাকিমপুর থানায় ওই হত্যা মামলায় এ পর্যন্ত ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।