রাজশাহী বিশ্ববিদ্যালয়: একাডেমিক ভবনে ছাত্রদলের তালা, আড়াই ঘণ্টা পর খুলল প্রশাসন
বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবনে তালা দিয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ছাত্রদলের কয়েকজন নেতা–কর্মী এসে তালা ঝুলিয়ে দেন। এ ছাড়া নগরের বিনোদপুর এলাকায় তাঁরা একটি ঝটিকা মিছিল করেছেন। আড়াই ঘণ্টা পর সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্দেশে তালা খুলে দেন নিরাপত্তার কাজে নিয়োজিত প্রহরীরা।
তালা দেওয়া ভবন তিনটি হলো বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন, কৃষি অনুষদ ভবন ও ড. মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন।
বিশ্ববিদ্যালয় সূত্র ও ছাত্রদলের নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে পাঁচটার দিকে ছাত্রদলের পাঁচ-সাতজন নেতা–কর্মী মোটরসাইকেল নিয়ে এসে তিনটি ভবনের ফটকে তালা লাগিয়ে দেন। তালার সঙ্গে ‘অবরোধ’ লেখাসম্বলিত একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন তাঁরা। পরে তাঁরা নগরের বিনোদপুর এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন। তালা লাগানোর সময় ছিলেন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, কর্মী আবদুল্লাহ আল নাফী, আবদুল্লাহ আল নিশাত, সামাদ মুবিন, সিয়াম বিন আইয়ুব প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিষয়টি জানতে পেরে নিরাপত্তা প্রহরীদের তালা খুলে দিতে বলেন। পরে সকাল আটটার দিকে তালা খুলে দেওয়া হয়।
স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিরাপত্তা প্রহরী আলমগীর হোসেন বলেন, ‘ভোর সাড়ে পাঁচটার দিকে বাইকের আওয়াজ শুনেছি। পরে বাইরে এসে দেখি, কারা যেন গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন বলেন, ‘স্বৈরাচার সরকারের পতনের দাবিতে আমরা আন্দোলন করছি। শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে। তাই তিন দিনের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আমরা একাডেমিক ভবনে তালা লাগিয়েছি।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুদ্দিন চৌধুরী বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠায় অবরোধকে সমর্থন জানিয়ে একাডেমিক ভবনে তালা ঝুলিয়েছেন। পর্যায়ক্রমে এমন কর্মসূচি চলবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, কারা যেন কয়েকটি একাডেমিক ভবনে একটা করে তালা লাগিয়েছিল। গার্ডকে সেগুলো খুলে ফেলতে বলা হয়েছে। সকাল আটটার দিকে তাঁরা তালা খুলে দিয়েছেন। এ ছাড়া ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকালের বাসগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ক্যাম্পাস থেকে ছেড়ে গেছে।