পলাশে না ফেরার দেশে চলে গেলেন দুই বন্ধু
নরসিংদীর পলাশ উপজেলায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের নাম সাকিব মিয়া (১৮) ও সিয়াম রহমান (১৮)। তাঁরা দুজন শৈশব থেকে একে অপরের বন্ধু। নিহত সাকিব ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে। আর সিয়াম পাশের গ্রাম কেন্দুয়াবের মজিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে তালতলা এলাকা থেকে দুই বন্ধু মোটরসাইকেলে করে ঘোড়াশাল যাচ্ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে সান্তানপাড়ার সড়কে পৌঁছানোর পর বিপরীত দিক আসা একটি ইটবাহী ট্রলির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন দুজন। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিবের। গুরুতর আহত সিয়ামকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনির হোসেন জানান, সিয়ামকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে ১৫ মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় সিয়ামের মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেলেও ট্রলিটি জব্দ করা হয়েছে। নিহত দুজনের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।