অধ্যক্ষের পদত্যাগের দাবিতে নাটোরে মহাসড়কে শ্রেণিকক্ষের বেঞ্চ রেখে অবরোধ

অধ্যক্ষ ও একজন সহকারী অধ্যাপকের পদত্যাগ দাবিতে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করেন বড়াইগ্রামের খালিসাডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকেছবি: প্রথম আলো

নাটোরের বড়াইগ্রামে অধ্যক্ষ ও এক সহকারী অধ্যাপকের পদত্যাগের দাবিতে মহাসড়কে শ্রেণিকক্ষের বেঞ্চ রেখে যান চলাচল বন্ধ করে দেন উপজেলার খালিসাডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার উপজেলার ধানাইদহ বাজারসংলগ্ন নাটোর-পাবনা মহাসড়কে তাঁরা অবরোধ কর্মসূচি পালন করেন।

কলেজের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ১১টায় শ্রেণিকক্ষের বেঞ্চ মহাসড়কে রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেন শতাধিক শিক্ষার্থী। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। উভয় পাশে তীব্র যানজট দেখা দেয়। এ সময় মুষলধারে বৃষ্টি হলেও শিক্ষার্থীরা মহাসড়ক ছাড়েননি। বৃষ্টিতে ভিজে তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিক্ষার্থীদের দাবিদাওয়া পূরণের আশ্বাস দিলে বেলা দুইটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কলেজের অধ্যক্ষ আ ন ম ফরিদুজ্জামান ও সহকারী অধ্যাপক কে এম জাকির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলন নস্যাতের চেষ্টা চালিয়েছেন। তাঁরা উভয়ই ফ্যাসিবাদী হাসিনা সরকারের দোসর। কে এম জাকির হোসেন বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি। তিনি মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক। অথচ গত ১৫ বছরে তাঁকে এক দিনও কলেজে দেখা যায়নি। তিনি একটি ক্লাস না নিয়েও নিয়মিত বেতন তুলেছেন।

ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের দাবিদাওয়া পূরণের ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।