লক্ষ্মীপুরে চেয়ারে বসা নিয়ে ছাত্রলীগের মারামারি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চেয়ারে বসা নিয়ে মারামারিতে জড়িয়েছে ছাত্রলীগের দুটি পক্ষ। এ সময় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরীসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তাঁরা ছাত্রলীগের নেতা-কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। তবে মারামারিতে কেউ আহত হননি।
আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে পৌর শহরের তাজমহল সিনেমা হলের সামনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রায়পুরে আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে রায়পুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ। নেতা-কর্মীরা সভাস্থলে এসে চেয়ারে বসা নিয়ে অতিথিদের সামনেই মারামারিতে জড়িয়ে পড়েন। পরে অনুষ্ঠানের অতিথি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তবে মারামারিতে জড়ানোর বিষয়ে সোনাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন, ‘মারামারিতে আমি জড়িত ছিলাম না। কর্মীদের মধ্যে মারামারির সময় আমি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।’
এ বিষয়ে রায়পুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পাপেল মাহমুদ বলেন, চেয়ারে বসা নিয়ে কয়েকজন কর্মীর মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। কোনো মারামারির ঘটনা ঘটেনি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া বলেন, ‘নিজেদের মধ্যে ভুল–বোঝাবুঝি হয়েছে। পরে সব ঠিক হয়ে গেছে বলে শুনেছি।’