সাভারে কারণ ছাড়াই বিএনপির নেতাকে আটকের অভিযোগ
ঢাকার অদূরে সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহমানকে আটক করেছে পুলিশ। স্বজনদের দাবি, কোনো অভিযোগ ছাড়াই আবদুর রহমানকে আটক করা হয়েছে। তবে পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় আনা হয়েছে।
বিএনপি নেতার স্বজনেরা জানান, আজ বুধবার বেলা একটার দিকে সাভারের মজিদপুর এলাকায় নিজ বাসভবনের সামনে টিসিবির পণ্য বিতরণ করছিলেন আবদুর রহমান। এ সময় সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন ও উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান ভুইয়া সেখানে যান। তাঁরা আবদুর রহমানকে তাঁদের সঙ্গে থানায় যেতে বললে তিনি কারণ জানতে চান। কিছুক্ষণ পর সেখানে পুলিশের পিকআপ ভ্যান পৌঁছালে আবদুর রহমানকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায় পুলিশ
নাম প্রকাশ না করার শর্তে আবদুর রহমানের এক স্বজন প্রথম আলোকে বলেন, রাজনীতি করার কারণে বিভিন্ন সময়ে আবদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা হলেও সব মামলায় তিনি জামিনে আছেন। আজ দুপুরে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই তাঁকে আটক করে পুলিশ
জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, তাঁকে (আবদুর রহমান) জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এ কর্মসূচিকে কেন্দ্র করে নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা।
ঢাকা জেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল (মঙ্গলবার) রাতে বেশ কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে পুলিশ গিয়েছিল। আমার বাসায়ও গিয়েছিল পুলিশ। আজ পুলিশ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানকে আটক করেছে।’