ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এখন মানুষ ভোট দিতে পারবে: আমানউল্লাহ আমান
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, ‘আওয়ামী লীগ মনে করেছিল তারা নিজেরা নিজেরা নির্বাচন করবে। তারাই ক্ষমতায় আসবে। কিন্তু আল্লাহ তাদের সরিয়ে দিয়েছেন। ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এখন মানুষ আবার ভোট দিতে পারবে। আগামীর সরকার হবে খালেদা জিয়ার সরকার।’
আজ শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের কালিন্দী এলাকায় আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমানউল্লাহ আমান এ কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, ‘খালেদা জিয়াকে স্লো পয়জনের মাধ্যমে অসুস্থ করা হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সে মামলা এখন প্রায় শেষ, তারেক রহমান দ্রুতই দেশে ফিরে আসবেন।’
আমানউল্লাহ আমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়। বিএনপি ভালো মানুষের দল, বিএনপি জনগণের দল। কেউ চাঁদাবাজি, জুলুম ও মাদকের সঙ্গে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহসভাপতি শামিম হাসান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিম প্রমুখ।