রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড পেলেন কলা অনুষদের ১৩ শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় কলা অনুষদের ১৩ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে তাঁদের হাতে ফুল, ক্রেস্ট, সনদপত্র ও চেক তুলে দেওয়া হয়।
২০২২ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় বিভাগে প্রথম স্থান অধিকারী কলা অনুষদভুক্ত ১২টি বিভাগের ১৩ শিক্ষার্থী এই পুরস্কার অর্জন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন দর্শন বিভাগের মো. হাইরুল ইসলাম ও মোছা. শান্তা খাতুন, ইতিহাস বিভাগের খালিদ হাসান, ইংরেজি বিভাগের সাকিব আহমেদ, বাংলা বিভাগের মো. মাজহারুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জোহরা আক্তার, আরবি বিভাগের মো. আবু তৈয়ব, ইসলামিক স্টাডিজ বিভাগের যোবায়ের আলম, সংগীত বিভাগের অভিনব সরকার, নাট্যকলা বিভাগের ফাহিমা খাতুন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের লিমা খাতুন, সংস্কৃত বিভাগের সোনিয়া খাতুন ও উর্দু বিভাগের রেজাউল করিম।
শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, ‘কোনো অ্যাওয়ার্ডই ব্যক্তিগত অর্জন নয়। তার পেছনে বহুজনের অবদান থাকে। আমরা যেন পরিবার, রাষ্ট্র ও সমাজের কারও অবদান ভুলে না যাই। পুরস্কার পেতে সবারই ভালো লাগে। কিন্তু তার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বও বেড়ে যায়। যদি নাগরিক হিসেবে এগুলো অনুভব করা না হয়, তাহলে এই পুরস্কার বৃথা। শিক্ষা মানুষের মেধাকে শাণিত করে, মেধাকে কর্মক্ষেত্রে প্রয়োগের জন্য প্রস্তুত করে। কৃতী এই শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরব। তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে যথাযথ অবদান রাখবে।’