গাজীপুরে রাতে দুটি বাসে আগুন
গাজীপুরে গতকাল মঙ্গলবার রাতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মহানগরীর তেলিপাড়া শাহ আলম বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে একটি বাসে আগুন দেওয়া হয়। গাজীপুরের শিববাড়ি থেকে শিমুলতলী রোডের রেলক্রসিং এলাকায় গতকাল রাত ১১টার দিকে আরেকটি গাড়িতে আগুন দেওয়া হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় রাস্তার পাশে বসুমতী পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। গতকাল রাত সাড়ে ১০টার দিকে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন পানি ঢেলে আগুন নেভান। ততক্ষণে বাসের অধিকাংশ পুড়ে যায়।
গাজীপুরের শিববাড়ি থেকে শিমুলতলী রোডের রেলক্রসিংয়ের পাশে গাজীপুর পরিবহনের একটি বাস দাঁড়িয়েছিল। গতকাল রাত ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যান। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করেন। বাসটি পুরোপুরি পুড়ে যায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বলেন, কে বা কারা দুই বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছেন। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করলেও বাসের আসনগুলো পুড়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার গাজীপুরে প্রথম দিনের তুলনায় বেশি যানবাহন চলাচল করছে। সকালের দিকে সড়কে অবরোধের সমর্থনে কোনো নেতা-কর্মীকে রাস্তায় নামতে দেখা যায়নি। তবে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের চান্দনা চৌরাস্তায় অবস্থান নিতে দেখা গেছে।
জয়দেবপুর রেলজংশনের স্টেশনমাস্টার হানিফ আলী জানান, অন্যান্য দিনের মতো সকালের ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। অবরোধের প্রথম দিনেও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
আজ সকালে গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস মোড়ে গিয়ে দেখা গেছে, গতকালের তুলনায় আজ সড়কে যানবাহনের সংখ্যা বেশি। তবে দূরপাল্লার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। সড়কে রাজত্ব করছে ইজিবাইক ও ব্যাটারিচালিত যানবাহন। মহাসড়কে বিজিবি মোতায়েন আছে, তারা টহল দিচ্ছে।