লক্ষ্মীপুরের ইউপি সদস্যের লাশ ময়মনসিংহ থেকে উদ্ধার

নিহত আরিফুর রহমানছবি: সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে লক্ষ্মীপুরের এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম আরিফুর রহমান (৪৮)। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। এ ছাড়া রায়পুর উপজেলা আওয়ামী লীগের সদস্যপদেও ছিলেন তিনি।

আজ বুধবার সকালে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের পাশে তারাকান্দা ইউনিয়নের পিঠাসূতা গ্রামের একটি পাকা সড়কের পাশের ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার হয়। পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে হত্যার পর লাশটি ওই এলাকার ধানখেতে ফেলা হয়েছে।

নিহত আরিফুর রহমানের ছোট ভাই মো. ফরহাদ হোসেন বলেন, কয়েক মাস ধরে আরিফ ঢাকার মিরপুর এলাকায় বসবাস করতেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি বাসা থেকে বের হন। বিকেল থেকে পরিবারের লোকজন তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। রাতভর বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে আজ দুপুরে ময়মনসিংহ থেকে তাঁর লাশ উদ্ধারের খবর পাওয়া যায়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতান বলেন, নিহত ব্যক্তির মুখ কিছুটা থেঁতলানো, নাক দিয়েও রক্ত ঝরছিল। অন্য কোথাও তাঁকে হত্যার পর রাস্তার পাশে হয়তো কেউ  লাশটি ফেলে গেছেন। খবর পেয়ে পুলিশ জিনসের প্যান্ট ও শার্ট পরা ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। পরে তাঁর পরিচয় শনাক্ত হয়।