‘শটগান থেকে গুলি বের না হওয়া’য় প্রাণে বেঁচে গেলেন ইউপির সাবেক চেয়ারম্যান
যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান খান এ কামাল হাচানকে (৪৫) লক্ষ্য করে ‘শটগান দিয়ে গুলি ছুড়তে’ যায় দুর্বৃত্তরা। এ সময় গুলি বের না হওয়ায় প্রাণে বেঁচে যান বলে অভিযোগ করেছেন তিনি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন খান এ কামাল।
পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে দুর্বৃত্তদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি হেফাজতে নিয়েছে তারা।
খান এ কামালের বাড়ি অভয়নগর উপজেলার চন্দ্রপুর গ্রামে। তিনি উপজেলার সিদ্দিপাশা ইউপির দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
খান এ কামাল হাচান প্রথম আলোকে বলেন, মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে করে গ্রামের বিলের পাশে তাঁর গরুর খামারে যান। সেখান থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে গ্রামের ঈদগাহের সামনে পৌঁছান। সেখানে আগে থেকে দুই ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। তাঁদের মুখ মাফলারে ঢাকা ছিল। পাশে থামানো ছিল একটি মোটরসাইকেল। তাঁদের একজন তাঁর গতি রোধ করেন এবং তাঁকে লক্ষ্য করে শটগান দিয়ে গুলি করার চেষ্টা করেন। কিন্তু গুলি বের না হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। একপর্যায়ে তাঁর মাথার ডান দিকে শটগান দিয়ে আঘাত করা হয়। সেখান থেকে তিনি দৌড়ে গ্রামের দিকে চলে যান। এ ঘটনায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন খান এ কামাল।
এলাকার কয়েকজন জানিয়েছেন, ঘটনার পরপর দুই ব্যক্তি মোটরসাইকেলে করে পাশের নলামারা গ্রামের দিকে চলে যান। এরপর তাঁরা মোটরসাইকেলটি ফেলে মুজতখালী খালের নলামারা খেয়াঘাট দিয়ে নৌকায় করে খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামের দিকে পালিয়ে যান।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। ফেলে যাওয়া মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’