মেঘনা নদীতে দুজনকে হত্যার জেরে বাড়িতে হামলায় অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধ, পরে সন্তানের জন্ম

গুলিবিদ্ধ পিংকি আক্তার। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে
ছবি: প্রথম আলো

মেঘনা নদীতে ‘বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে’ প্রতিপক্ষের গুলিতে দুজন নিহত হওয়ার জেরে নতুন করে হামলায় ৯ মাসের এক অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের কালীরচর গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নারীর নাম পিংকি আক্তার (২৩)। তিনি কালীরচর গ্রামের শাহজাহান সরকারের মেয়ে এবং বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে জড়িত কিবরিয়া মিজি পক্ষের রাজু সরকারের ছোট বোন। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তির পর শুক্রবার বিকেলে তিনি সন্তান প্রসব করেছেন।

আহত নারীর স্বজনেরা জানান, গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জ জেলাসংলগ্ন চাঁদপুরের মোহনপুর এলাকায় মেঘনা নদীতে নৌ ডাকাত কিবরিয়া মিজি ও কানা জহিরের পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহতের জেরে আজ সকালে কিবরিয়া পক্ষের রাজু সরকারের বাড়িতে হামলা চালান কানা জহিরের ভাই শাহিন ব্যাপারী ও তাঁর লোকজন। এ সময় রাজু সরকার পালিয়ে গেলে তাঁর বোন পিংকি আক্তারকে গুলি করা হয়। পিংকি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজই তাঁর সিজারিয়ান অস্ত্রোপচার করার জন্য হাসপাতালে নেওয়ার কথা ছিল। পরে গুলিবিদ্ধ পিংকিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোমরে গুলিবিদ্ধ হওয়ার কারণে রোগীর শরীরে প্রচণ্ড ব্যথা ছিল। বাচ্চা পেটে নড়াচড়াও করছিল না। তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে অপারেশন করা হয়। এখন মা ও বাচ্চা সুস্থ আছে।
রুনা আক্তার দোলা, পিংকি আক্তারের সিজারিয়ান অস্ত্রোপচারকারী চিকিৎসক

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, পিংকি আক্তারের শরীরের কোমরের ডান পাশে গুলি ঢুকে অপর পাশ থেকে বের হয়ে গেছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

এদিকে বিকেলে পিংকি আক্তারের মা নুরজাহান বেগম বলেন, তাঁর মেয়ের পেটের সন্তান নড়াচড়া না করায় বিকেল চারটার দিকে আধুনিক হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে মেয়ের সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলেসন্তানের জন্ম হয়েছে। মেয়ে ও নাতি দুজনেই সুস্থ রয়েছে বলে জানান নুরজাহান বেগম।

সিজারিয়ান অস্ত্রোপচারের দায়িত্বে থাকা চিকিৎসক রুনা আক্তার দোলা প্রথম আলোকে বলেন, ‘কোমরে গুলিবিদ্ধ হওয়ার কারণে রোগীর শরীরে প্রচণ্ড ব্যথা ছিল। বাচ্চা পেটে নড়াচড়াও করছিল না। তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে অপারেশন করা হয়। এখন মা ও বাচ্চা সুস্থ আছে।’

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনাটি শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ওসি আরও বলেন, কানা জহির ও কিবরিয়া মিজি দুজনেই আন্তজেলা ডাকাত। জহিরের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজির অভিযোগে মুন্সিগঞ্জ সদর, গজারিয়া ও চাঁদপুরে ১৫ থেকে ১৬টি মামলা রয়েছে। কিবরিয়া মিজির বিরুদ্ধে এই তিনটি থানায় ডাকাতি, হত্যাসহ ১০ থেকে ১২টি মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে বালু লুটের দ্বন্দ্বের জেরে কিবরিয়া মিজি পক্ষের হামলায় কানা জহির পক্ষের রাসেল ফকির (৩০) ও রিফাত খান (২৯) গুলিবিদ্ধ হয়ে মারা যান।