র্যাবের অভিযানকালে হট্টগোলের ঘটনায় মামলা, নিহত বৃদ্ধের ছেলেসহ গ্রেপ্তার ৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মধ্যরাতে ‘সাদাপোশাকে’ হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে র্যাব সদস্যদের হট্টগোলের ঘটনায় মামলা হয়েছে। হট্টগোলের সময় গুলিতে নিহত বৃদ্ধের ছেলেসহ ২১ জনের নাম উল্লেখ করে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এই মামলা করেছে র্যাব।
র্যাব-১১–এর জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার নাছির উদ্দিন বাদী হয়ে আজ রোববার ভোরে সোনারগাঁ থানায় মামলাটি করেন। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনার পর আটক পাঁচজনকে র্যাব সোনারগাঁ থানায় হস্তান্তর করেছে। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা হয়নি।
আজ সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বরগাঁ এলাকায় নিহত আবুল কাশেমের বাড়িতে গিয়ে জানা যায়, গত শুক্রবার রাতে আবুল কাশেম গুলিবিদ্ধ হওয়ার পর র্যাব তাঁর বড় ছেলে নজরুল ইসলামসহ (৪০) ২০ জনকে আটক নিয়ে যায়। গতকাল শনিবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত আটক ১৫ জনকে বাড়ি নিয়ে আসেন। ফিরে আসা লোকদের কাছে জানতে পারেন, আবুল কাশেমের ছেলেসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়েছে র্যাব। ছাড়া না পাওয়ায় নজরুল ইসলাম বাবার দাফন ও জানাজায় অংশ নিতে পারেননি।
গ্রামবাসীদের আটকের বিষয়ে গতকাল রাতে র্যাব-১১–এর অধিনায়ক তানভীর মাহমুদ প্রথম আলোকে বলেন, খুনের আসামি ধরতে র্যাবের অভিযানের সময় দুষ্কৃতিকারী ব্যক্তিদের হামলায় র্যাবের চারজন আহত হন। পরে র্যাব জিজ্ঞাসাবাদের জন্য ২০ জনকে ধরে নিয়ে আসে। তাঁদের মধ্যে ৫ জনকে রেখে বাকি ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি কেন জানতে চাইলে গ্রেপ্তার নজরুল ইসলামের স্ত্রী আমিনা বেগম বলেন, ‘আমার শ্বশুরকে খুন করা হইল। ওনারে নিয়া হাসপাতালে যাওয়ার আগেই আমার স্বামী–সন্তানরে ধরে নিয়া গেল। এখন শুনতাছি র্যাব উল্টা আমার স্বামীরেই গ্রেপ্তার করছে। আমরা কি লাশ মাটি দিমু, স্বামীরে ছাড়াইয়া আনমু, শোক করমু নাকি মামলা করমু? আমরা তো দিনমজুর। আইন-আদালতের কিছু বুঝি না। আমাগোর লগে কেন এত অন্যায়?’
গতকাল দিবাগত রাত দেড়টায় সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বরগাঁও এলাকায় সন্দেহভাজন আসামি ধরতে অভিযানকালে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে র্যাব। র্যাব বলছে, হামলাকারী ব্যক্তিরা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে র্যাব বাধা দেয়। এ সময় স্থানীয় লোকজন দেশি অস্ত্র নিয়ে র্যাবের ওপর হামলা চালান। এতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। হট্টগোলের মধ্যে আবুল কাশেম নামের স্থানীয় এক বৃদ্ধ গুলিতে নিহত হন।