৫০৬ কোটি টাকার ঋণখেলাপির মামলায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ রোববার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ব্যাংক এশিয়া চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৫০৬ কোটি টাকার ঋণ নিয়ে পরিশোধ করেননি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সোহেল হাসান। এর আগে জাতীয় সংসদে ঘোষিত শীর্ষ ২০ ঋণখেলাপির একজন তিনি।
আদালত সূত্র জানায়, সোহেল হাসান ও তাঁর প্রতিষ্ঠানের কয়েকজনের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার ঋণখেলাপির মামলা রয়েছে। খেলাপি ঋণের দায় স্বীকার করলেও তাঁরা পরিশোধে এগিয়ে আসছেন না। এ অবস্থায় তাঁরা দেশত্যাগ করলে বিপুল পরিমাণ ঋণ আদায় করা যাবে না। তাই বিবাদী যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য আদেশের অনুলিপি বিশেষ পুলিশ সুপার (অভিবাসন) বাংলাদেশ পুলিশ, মালিবাগ, ঢাকা বরাবরে পাঠিয়েছেন আদালত।