বরিশালে বিপণিবিতানের আগুনে পুড়ল প্রাইভেট কার

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া প্রাইভেট কার। বৃহস্পতিবার রাতে বরিশাল নগরের সদর রোডে

বরিশাল নগরে একটি নয়তলা বিপণিবিতানের নিচতলায় পার্কিংয়ে আগুন লেগে একটি প্রাইভেট কার সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরের সদর রোডে ‘ফাতেমা সেন্টার’ নামের একটি বিপণিবিতানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিপণিবিতান কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের সময় পার্কিংয়ে একটি প্রাইভেট কার ও ১০টি মোটরসাইকেল ছিল। গাড়িতে আগুন লাগার পরপরই মোটরসাইকেলগুলো সরিয়ে নেওয়ায় সেগুলো রক্ষা পায়। ধারণা করা হচ্ছে, গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাত আটটার দিকে আকস্মিকভাবে বিপণিবিতানের পার্কিংয়ে আগুন লাগে। এ সময় আশপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে বিপণিবিতানের ব্যবসায়ী ও ক্রেতারা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টার পর রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিপণিবিতানের ব্যবসায়ীরা জানান, আকস্মিকভাবে ভবনের পার্কিং এলাকা থেকে ধোঁয়া বের হতে দেখে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেন। নয়তলা ভবনের চারতলা পর্যন্ত অন্তত ৩০টি দোকান ও একটি এটিএম বুথ আছে। অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার জন্য মার্কেটের সব দোকান বন্ধ করে দেওয়া হয়।

বরিশাল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রবিউল আল আমিন প্রথম আলোকে বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তদন্তের আগে বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতি নিরূপণে তাঁরা কাজ করছেন। বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।