কীর্তনখোলায় ভেসে ছিল এক ব্যক্তির লাশ
বরিশালের কীর্তনখোলা নদীতে ভেসে ছিল এক ব্যক্তির লাশ। আজ রোববার সকালে বরিশাল নগরের চাঁদমারী খেয়াঘাটসংলগ্ন কীর্তনখোলা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত ব্যক্তির নাম কালাচান কুমার ঘোষ (৫০)। তিনি নগরের ৮ নম্বর ওয়ার্ডের বাজার রোড এলাকার বাসিন্দা। পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।
কালাচানের ছেলে অন্তু ঘোষ বলেন, শনিবার বেলা ১১টার দিকে তাঁর বাবা কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। আজ তাঁর লাশ পাওয়া গেছে। তাঁর বাবার সঙ্গে কারও বিরোধ ছিল কি না, তিনি জানেন না। কীভাবে তাঁর মৃত্যু হলো, সেটা বুঝতে পাচ্ছেন না।
বরিশাল সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল বলেন, রোববার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।
নিহত কালাচানের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন আল মাসুম।