বন্ধুদের সঙ্গে মেঘনায় গোসলে নেমে কিশোরের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসলে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় নদী থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ওই কিশোরের নাম রাশেদুল ইসলাম (১৪)। সে নরসিংদী শহরের ব্যাংক কলোনি এলাকার দ্বীন ইসলামের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

ফায়ার সার্ভিস ও স্থানীয় কয়েকজন বলেন, গতকাল বিকেলে সাত স্কুলছাত্র মেঘনার শাখা নদীতে গোসলের জন্য নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায় যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে তারা নদীতে নেমে গোসল করে। একপর্যায়ে ছয়জন পাড়ে উঠে এলেও রাশেদুল উঠতে পারেনি। পরে স্থানীয় কয়েকজন নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।

স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হানসহ একদল সদস্য ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যার দিকে রাশেদুলের লাশ উদ্ধার করেন তাঁরা।

রাশেদুলের বাবা দ্বীন ইসলাম বলেন, গতকাল ছেলের স্কুলে পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা সাত বন্ধু কাউকে কিছু না জানিয়ে নাগরিয়াকান্দি ঘুরতে যায়। এক প্রতিবেশী কল দিয়ে দ্রুত নাগরিয়াকান্দি যেতে বলেন। গিয়ে দেখেন, নদী থেকে রাশেদুলকে উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, ঘটনাস্থলে যাওয়ার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় লাশ উদ্ধার সম্ভব হয়। পরে বাবা দ্বীন ইসলামের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।