সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ শুক্রবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলছে। আজ শুক্রবার বেলা পৌনে তিনটার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ সংঘর্ষ শুরু হয়। বেলা সোয়া তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। এতে ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমদাদুল হোসেন আজ শুক্রবার বিকেলে কর্মিসভা ডেকেছিলেন। তবে দলের অন্য একটি বলয়ের নেতা-কর্মীরা সভা আয়োজন না করতে বলছিলেন। এ নিয়ে বিরোধের জেরে আজ শুক্রবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা চলছিল। একপর্যায়ে বেলা পৌনে তিনটার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ শুক্রবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, পুলিশ ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে। দুই পক্ষ ঢিল ছোড়াছুড়ি করছে। নেতাদের ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

আহত এক জনকে গাড়িতে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।আজ শুক্রবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে
ছবি: প্রথম আলো