জীবনের প্রতিটি স্তরে ধৈর্যশীল, দায়িত্বশীল ও মানবিক হতে হবে

শনিবার সকালে নাটোর শহরের আলাইপুরে অনিমা চৌধুরী অডিটরিয়ামে শুরু হয় শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনাছবি: প্রথম আলো

নাটোরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে। আজ শনিবার সকালে শহরের আলাইপুরে অনিমা চৌধুরী অডিটরিয়ামে এই অনুষ্ঠান শুরু হয়। এতে যোগ দিয়েছেন পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক।

আজ সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা নিবন্ধন যাচাই শেষে একে একে অনিমা চৌধুরী অডিটরিয়ামে প্রবেশ করতে শুরু করে। সকাল ১০টায় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সংবর্ধনা সভা শুরু হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন স্বাগত বক্তব্য দেন। তিনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের লিখিত বক্তব্য পড়ে শোনান। এরপর দুই শিশুশিল্পী দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে।

শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য নিয়ে আসেন গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হজরত আলী। তিনি বলেন, ‘তোমরা অনেক পরিশ্রম করে প্রথম পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছ। এভাবে তোমাদের আরও তিনটি স্তরে ভালো ফল করে কর্মজীবনের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। সব কটিতেই যদি ভালো ফল করো, তাতেও তোমাদের জীবনের সার্থকতা আসবে না। তোমাদের মানবিক হতে হবে, হতে হবে দায়িত্বশীল। তোমরা তোমাদের দায়িত্বের প্রমাণ দিয়েছ সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে। তোমরা সফল হয়েছ। কিন্তু এরপর আমরা স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী দেখলাম? মর্মান্তিক এই ঘটনার সঙ্গে কিছু শিক্ষার্থী জড়িত রয়েছে বলে শোনা যাচ্ছে। এতে তোমাদের পাশাপাশি আমরাও আহত হয়েছি, মর্মাহত হয়েছি। তাই তোমাদের জীবনের প্রতিটি স্তরে ধৈর্যশীল, দায়িত্বশীল ও মানবিক হতে হবে। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা গড়তে হবে। তবেই তোমাদের দ্বারা একটা সুন্দর সমাজ বিনির্মাণ হবে।’

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বক্তব্যের পাশাপাশি কবিতা ও গান পরিবেশন করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ।

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা উৎসব। আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা গ্রে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।