নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে গোপন বুথে ভোট না দিয়ে প্রকাশ্যে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছেন এক যুবলীগ নেতা। ওই যুবলীগ নেতার দাবি নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম (বাবু) ঘোড়া প্রতীকে নির্বাচনের জন্য তাঁকে প্রবাস থেকে নিয়ে এসেছেন।
যুবলীগের ওই নেতার নাম মো. লিটন সিকদার। তিনি আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। ঘোড়া প্রতীকে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাইফুল ইসলাম স্বপন নির্বাচন করছেন। তাঁর বিরুদ্ধে দোয়াত কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান শাহজালাল মিয়া।
কালাপাহাড়িয়া আওয়ামী লীগ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় কালাপাহাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. লিটনের বাড়িতে ঘোড়া প্রতীকের উঠান বৈঠক হয়। উঠান বৈঠকে বক্তব্য দেন ওই যুবলীগ নেতা। যুবলীগ নেতার বক্তব্যের একটি ভিডিও রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে যুবলীগ নেতাকে বলতে শোনা যায়, ‘ঘোড়ার পক্ষে ভোটের জন্য হুইপ নজরুল ইসলাম ভাই আমাদের বিদেশ থেকে নিয়ে আসছেন এবং আমাদের মেম্বারকে দায়িত্ব দিয়েছেন। এটা ঘোড়া না, এটাই নৌকা। ঘোড়া মানেই নৌকা, নৌকা মানেই ঘোড়া। হুইপ নজরুল ইসলাম ভাই এটা আমাদের দিয়েছেন। ঘোড়া মানেই নজরুল ইসলাম বাবু।’
গোপন বুথে ভোট দিলে ঘোড়া প্রতীকের বাইরে ভোট পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন লিটন সিকদার। তিনি বলেন, ‘আমরা সবাই ঘোড়া মার্কায় ভোট দেব। যেহেতু সবাই ঘোড়া, তাইলে তো আমাদের বুথের ভেতরে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না। যাঁরা বুথের ভেতরে যাবেন, তাঁদের মধ্যে অনেকেই আছেন বৃদ্ধ, চোখে দেখেন না। অন্ধকারে ভুলে অন্য জায়গায় ভোট যাইতেও পারে। সুতরাং আমরা সবাই টেবিলের সামনেই ভোটটা দেব।’
এ বিষয়ে কথা বলতে যুবলীগ নেতা লিটন সিকদারের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
জানতে চাইলে শাহজালাল মিয়া প্রথম আলোকে বলেন, ‘কালাপাহাড়িয়া স্বপনের (সাইফুল ইসলাম) বসতবাড়ি। ওই উঠান বৈঠকে যুবলীগ নেতা প্রকাশ্যে ভোট দেওয়ার নির্দেশের পাশাপাশি দোয়াত কলম প্রতীকের পক্ষে কালাপাহাড়িয়ার কাউকে এজেন্ট হতে নিষেধ করেছেন। কালাপাহাড়িয়ার কেউ দোয়াত কলমের এজেন্ট হলে সে জাতীয় বেইমান বলে স্বীকৃতি পাবে বলে মন্তব্য করেছেন যুবলীগ নেতা।’
কালাপাহাড়িয়ায় ভোট ডাকাতির শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘কালাপাহাড়িয়াসহ মোট ছয়টি ইউনিয়নে জাল ভোট ও কেন্দ্রে নাশকতার শঙ্কার কথা জানিয়ে আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে অতিরিক্ত পুলিশ ও সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চেয়েছি। আড়াইহাজারে প্রশাসন অনেক বেশি সোচ্চার না হলে সুষ্ঠু ভোট সম্ভব হবে না।’
জেলা নির্বাচন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মেঘনা নদীবেষ্টিত আড়াইহাজারে ২১ মে ভোট গ্রহণ। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা লীগ নেত্রী শাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে শাহজালাল মিয়া (দোয়াত কলম প্রতীক), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল (আনারস প্রতীক) এবং সাইফুল ইসলাম (ঘোড়া প্রতীক) নির্বাচন করছেন।
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ নজরুল ইসলাম বাবু এরই মধ্যে সাইফুল ইসলামকে দলীয় প্রার্থী ঘোষণা করে তাঁর পক্ষে প্রকাশ্যে নির্বাচনের মাঠে নেমেছেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করার জন্য সব প্রস্তুতি আমাদের রয়েছে।’