মধ্যনগরে নৌকাডুবিতে জেলে নিখোঁজ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমা হাওরে মাছ শিকার করতে গিয়ে ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকাডুবিতে উজ্জ্বল সরকার (২৫) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই জেলের বাড়ি উপজেলার চামরদানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে।

স্থানীয় লোকজন ওই হাওরে জাল ফেলে নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো তাঁর সন্ধান মেলেনি।

মধ্যনগর থানা-পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চামরদানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা জেলে উজ্জ্বল সরকার, বিপ্লব সরকার (৪০), বিনা সরকার (৩৫) ও উপাসনা সরকার (৩৫) নৌকায় আজ বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার গুরমা হাওরে মাছ শিকার করতে যান। বিকেল সাড়ে পাঁচটার দিকে হাওরে ঝোড়ো বাতাস শুরু হলে তাঁদের মাছ শিকারের নৌকাটি ওই হাওরের পানিতে ডুবে যায়। এ সময় জেলে বিপ্লব, বিনা ও উপাসনা সাঁতরে তীরে উঠলেও উজ্জ্বল ওই হাওরের পানিতে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় জেলেরা সেখানে গিয়ে ওই হাওরে জাল ফেলে নিখোঁজ জেলে উজ্জ্বলকে উদ্ধারের চেষ্টা চালালেও রাত পৌনে ১১টা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।

মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে নৌকাডুবিতে এক জেলে নিখোঁজ হওয়ার খবরটি আমাদের জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় সহায়তা চেয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সেখানে থেকে একটি ডুবুরি দল কাল সোমবার সকালে আসবে বলে জানিয়েছে। স্থানীয় জেলরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।’