দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা

নার্সদের পদায়নের এক দফা দাবিতে তিন ঘন্টার কর্মবিরতি ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা। আজ সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেছবি: প্রথম আলো

নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবিতে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলার খবর পাওয়া গেছে। এতে ভোগান্তিতে পড়েন হাসপাতালটির রোগী ও তাঁদের স্বজনেরা।

কর্মবিরতির মধ্যেই সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন নার্সরা। তাঁরা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সব ক্যাডার কর্মকর্তাকে অপসারণ করে এসব পদে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবি জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার নাসিমা আক্তার বলেন, কর্মবিরতির সময় শুধু মুমূর্ষু রোগী ছাড়া ভর্তি সব রোগীর চিকিৎসা কার্যক্রম বন্ধ আছে।

মুক্তা আক্তার নামের এক রোগীর স্বজন বলেন, ১৪ মাস বয়সী ছেলে টাইফয়েড নিয়ে হাসপাতালটিতে ভর্তি। নার্সদের কর্মবিরতি চলায় তিনি দুশ্চিন্তায় আছেন। বিশেষ প্রয়োজনে নার্সদের ডাকলে পাওয়া যাচ্ছে না।

রুবেল মিয়া (৩৫) নামের এক রোগী বলেন, ‘নার্সদের কর্মবিরতি চলায় আমরা টানা তিন ঘণ্টা চিকিৎসা থেকে বঞ্চিত আছি।’