মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম শ্যামেরকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত দুই শিশু হচ্ছে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম শ্যামেরকোনা গ্রামের জমির আলীর ছেলে হৃদয় আহমদ (১৬) ও ফয়সল মিয়ার ছেলে সাদি আহমদ (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে মৌলভীবাজার জেলায় ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এর মধ্যে উজানের পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত বুধবার কমলগঞ্জ উপজেলার বড়চেগ এলাকায় ধলাই নদের বাঁধ ভেঙে জনপদে পানি প্রবেশ করছে। বন্যার পানিতে পশ্চিম শ্যামেরকোনা গ্রামের সড়কসহ আশপাশের গ্রামের রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে ডুবে গেছে। মৌলভীবাজার-শমসেরনগর সড়ক থেকে পশ্চিম দিকে পশ্চিম শ্যামেরকোনার গ্রামীণ সড়কটির ওপর দিয়ে তীব্র স্রোতে পানি বইছে। শিশু দুটি সেই সড়ক পার হওয়ার সময় পানির স্রোতে জমিতে পড়ে যায় এবং ডুবে যায়। এরপর দুজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হৃদয় আহমদের ফুফাতো ভাই মো. শাহেদ আলী বলেন, ‘সাদিসহ দুজন রাস্তা পার হওয়ার সময় পানির তোড়ে পড়ে যায়। তাদের চিৎকার শুনে মানুষ ছুটে আইছে (আসছে)। যেখানে ডুবছে, ওখান থাকি (সেখান থেকে) বেশ দূরে দুইজনরে ডুবন্ত অবস্থায় মিলছে।’
জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত দুই শিশুর পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বলেন, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।