কুমিল্লার চান্দিনায় নৌকার সমর্থকদের হামলায় তিন সাংবাদিকসহ আহত ১৭
কুমিল্লার চান্দিনায় আজ বৃহস্পতিবার বিকেলে নৌকার সমর্থকদের পৃথক হামলায় তিন সাংবাদিকসহ ১৭ জন আহত হয়েছেন। গল্লাই ইউনিয়নের হোসেনপুর ও কালিয়ারচরে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকেরা হলেন মুক্ত খবরের চান্দিনা প্রতিনিধি মো. সোহেল রানা, যুগান্তরের মো. আবদুল বাতেন ও নয়াদিগন্তর মো. জাকির হোসেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চান্দিনা উপজেলা সদরের পাইলট উচ্চবিদ্যালয় খেলার মাঠ থেকে আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপাল দত্তের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর ঘুরে মাধাইয়াসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গল্লাই ইউনিয়নের হোসেনপুরে এলে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফের গণসংযোগের মুখোমুখি হয়। এ সময় প্রাণ গোপালের মিছিল থেকে মুনতাকিমের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় নেতৃত্ব দেন উপজেলার কেরণখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সরকার।
সাংবাদিক আবদুল বাতেন বলেন, ‘আমরা সংবাদ সংগ্রহ করার জন্য নৌকার প্রার্থী প্রাণ গোপালের গাড়িবহরের পাশে ছিলাম। হোসেনপুর বাজারে নৌকার মিছিল চলাকালে ঈগল সমর্থকদের গণসংযোগ করতে দেখা যায়। এ সময় ঈগল সমর্থকদের ওপর হামলার পর সংঘর্ষ বাধে। আমরা ওই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন সরকারের নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়। বেদম মারধরের শিকার হন মুক্ত খবরের সোহেল রানা।’
অপর হামলার ঘটনা ঘটে উপজেলার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর এলাকায়। ঈগল প্রতীকের প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফের সমর্থকদের ওপর হামলা চালিয়ে ১৪ কর্মীকে আহত করেন নৌকার সমর্থকেরা।
অভিযোগ প্রসঙ্গে সুমন সরকার বলেন, ‘ওরা (ঈগল) আমাদের ওপর হামলা করেছে।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ‘দুই প্রার্থীর সমর্থক ও সাংবাদিকদের সঙ্গে ভুল–বোঝাবুঝির খবর জানতে পেরেছি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
স্বতন্ত্র প্রার্থী চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ বলেন, ‘কয়েক দিন ধরে নৌকার প্রার্থীর লোকজন আমার নেতা–কর্মীদের ওপর অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার প্রাণ গোপাল দত্তের সামনে আবারও হামলা করল। ওদের মিছিল থেকে আমার শান্তিপূর্ণ গণসংযোগে বাধা দেয়। এতে আমার অনুসারী অন্তত ১৩-১৪ জন আহত হন। ওদের হাত থেকে সাংবাদিকেরাও রেহাই পায়নি। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী প্রাণ গোপাল দত্তের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে প্রাণ গোপাল দত্তের অনুসারী ফয়সাল বারী মজুমদার মুকুল বলেন, ‘আমাদের মিছিলে স্বতন্ত্র্র প্রার্থীর লোকজন বাধা দিলে ঝামেলা হয়।’