বাঘাইছড়িতে ইউপিডিএফের কর্মীকে গুলি করে হত্যা
রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে বঙ্গলতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিপুন চাকমা ওরফে চোগা চাকমা (৩৫) ওই ইউনিয়নের বালুখালী গ্রামের কমলা কান্তি চাকমার ছেলে। ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দাবি করেছে, নিপুন চাকমা তাদের সংগঠনের কর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বঙ্গলতলী ইউনিয়নের বঙ্গলতলী গ্রামের বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কনসার্ট চলছিল। রাত ১০টার দিকে অন্যদের সঙ্গে কয়েকজন ইউপিডিএফের কর্মী বসে কনসার্ট দেখছিলেন। এ সময় খুব কাছ থেকে একজন নিপুন চাকমাকে গুলি করে পালিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে করেঙ্গতলী বাজারের দিকে চলে যান।
এর আগে ৪ ফেব্রুয়ারি একই উপজেলা সাজেক ইউনিয়নের বাঘাইহাট-সাজেক সড়কের মাচালং ব্রিজপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে দুজন ইউপিডিএফ কর্মী নিহত হন। এ নিয়ে গত তিন মাসে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ইউপিডিএফের ৯ নেতা-কর্মী খুন হলেন। নিহত ৯ জনের মধ্যে খাগড়াছড়ির ৬ জন।
বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা প্রথম আলোকে বলেন, শনিবার রাতে বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কনসার্ট চলছিল। কনসার্টে আসা একজন ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রথমে সবাই গোলা ফাটানোর কথা ভেবে মানুষ কনসার্ট দেখছিলেন। পরে চিৎকার শুনে গুলির বিষয়টি জানা যায়।
আজ সকাল পৌনে ১০টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আবদুল আওয়াল বলেন, ওই ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। কিন্তু রাত গভীর হওয়ায় লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকাল থেকে লাশ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।