সুনামগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন গ্রেপ্তার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গতকাল রোববার রাত দেড়টার দিকে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের সদর উপজেলার রাধানগর থেকে তাঁকে গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আফতাব উদ্দিন সুনামগঞ্জ মডেল থানায় দ্রুত বিচার আইনে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ওই মামলা হয়েছে। তাঁর বাড়ি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামে। তিনি বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। এলাকায় প্রভাবশালী আফতাব উদ্দিন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের ঘনিষ্ঠ ছিলেন। তাঁর বিরুদ্ধে তাহিরপুর থানায়ও মামলা রয়েছে।
আফতাব উদ্দিনকে গ্রেপ্তারের সময় সঙ্গে থাকা তাঁর ভাগনে তাহিরপুর উপজেলার কামড়াবন্দ গ্রামের বাসিন্দা সজল সিদ্দিকী ও সোহালা গ্রামের আমিন আহমেদকেও আটক করা হয়। এই তিনজন তাহিরপুর থেকে সুনামগঞ্জ জেলা শহরে আসছিলেন।