নাম পাওয়ার আগেই দুর্ঘটনায় গেল নবজাতকের প্রাণ, মা–বাবা হাসপাতালে
তিন দিন আগে নীলফামারীর রশিদুল ইসলাম ও মোসলেমা বেগম দম্পতির ঘরে জন্ম নেয় ফুটফুটে ছেলেসন্তান। প্রথম সন্তানের জন্ম পরিবারে নিয়ে আসে আনন্দের জোয়ার। সেই আনন্দ আজ রোববার ভোরে বিষাদে পরিণত হয়। ভোরে রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় এই নবজাতকের মৃত্যু হয়। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নবজাতকের মা–বাবা।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত নবজাতকের পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে পড়লে আজ ভোর চারটার দিকে অ্যাম্বুলেন্সে করে এখনো নাম না রাখা নবজাতককে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পথে রওনা হন মা–বাবা। পথে রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালী হাজীপাড়া খারুভাজ সেতুর কাছে অ্যাম্বুলেন্সের সঙ্গে সৈয়দপুরগামী ভাই ভাই ক্ল্যাসিক পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নবজাতকসহ অ্যাম্বুলেন্সে থাকা তিনজন নিহত হন। আহত হয়েছেন নবজাতকের মা–বাবাসহ চারজন। আহত ব্যক্তিরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
অ্যাম্বুলেন্সের চালক নিহত আলামিন হোসেনের ভাই নুরুজ্জামান বিলাপ করে বলেন, ‘ভাইয়ের জায়গা–জমি কিছু নাই। ছোট দুইটা বাচ্চা। গাড়ি চালেয়া সংসার চলছেলো। এখন বাচ্ছাগুলোর কী হইবে! কীভাবে সংসার চলবে!’
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহাবুব মোরশেদ বলেন, কয়েক দিন আগেও দুর্ঘটনায় মহাসড়কের ওই স্থানে নয়জন প্রাণ হারিয়েছে। দুমড়েমুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স ও বাস পুলিশ ফাঁড়িতে এনে রাখা হয়েছে।