গোবিন্দগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

হত্যা
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। সোমবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের নয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মাসুদ রহমান (৪০)। তিনি একই ইউনিয়নের কানাইপাড়া গ্রামের আবু রায়হানের ছেলে।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, শীতবস্ত্র ব্যবসায়ী মাসুদ রহমান সোমবার রাত পৌনে আটটার দিকে বাড়ি থেকে নয়ারহাট বাজার মসজিদে যাচ্ছিলেন। মসজিদের কাছাকাছি পৌঁছালে অন্ধকারে ওত পেতে থাকা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁর পথ রোধ করে। তারা ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় মাসুদ চিৎকার দিয়ে রক্তাক্ত অবস্থায় দৌড়ে এসে রাস্তায় লুটিয়ে পড়েন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় তিনি ঘটনার বর্ণনা দেন।

পরে নয়ারহাট বাজারের লোকজন তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছার আগেই রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। রাত সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইজার উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি মসজিদের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।