নেত্রকোনায় যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন বর

প্রতীকী ছবি

কনের বাড়ির সামনে শামিয়ানা টাঙানো। দুপুর থেকে চলে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা ও আপ্যায়ন। সন্ধ্যায় বিয়ে হওয়ার কথা ছিল। কনে সাজানো হয় আগেই। সময়মতোই আসেন বর। তাঁর সঙ্গে আরও ৪০ জন আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব। বরপক্ষের আপ্যায়ন হয় যথাসময়ে। এরপর শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। কাজি প্রস্তুত। কিন্তু ভরা আসরে যৌতুকের টাকা পরিশোধের দাবি তোলে বরপক্ষ। যৌতুকের টাকা না পেয়ে শেষ পর্যন্ত বিয়ের আসর থেকে চলে যান বর।

নেত্রকোনার কলমাকান্দার একটি গ্রামে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কনের বাবা আজ শুক্রবার দুপুরে বর, বরের বাবা ও বরের একজন স্বজনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে এ বিয়ের কথা পাকা হয়। বর উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের শরীফ মিয়ার ছেলে হাসেন মিয়া (২৫)। কনের বাড়ি পার্শ্ববর্তী রংছাতি ইউনিয়নের একটি গ্রামে। বিয়ে ঠিক হওয়ার সময় কনের বাবা বিয়ের খরচ বাবদ বরের পরিবারকে ৪০ হাজার টাকা দেন। গতকাল সন্ধ্যায় বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। সময়মতো বর তাঁর আত্মীয়স্বজনসহ ৪০ বরযাত্রী নিয়ে আসেন। খাওয়াদাওয়া শেষে বিয়ের কার্যক্রম শুরু হলে বরপক্ষ থেকে আরও ৭০ হাজার টাকা যৌতুক চাওয়া হয়। যৌতুকের টাকা দিতে কনের পরিবার অস্বীকার করলে বিয়ের আসর থেকে বরযাত্রীদের নিয়ে বর চলে যান। ঘটনার পর আজ কনের বাবা থানায় লিখিত অভিযোগ করেন। এ বিয়ে উপলক্ষে যৌতুকের ৪০ হাজার টাকা ছাড়া আরও ২ লাখ টাকা খাওয়াদাওয়া ও ডেকোরেশন বাবদ খরচ হয় বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

বিষয়টি আমাদের দুই পক্ষের মধ্যে ভুল–বোঝাবুঝি। আজ দুপুরে বরের বাড়িতে পুলিশ এসেছিল। আমরা বর ও কনের পক্ষের লোকজনের মধ্যে কথা বলে বিষয়টি সমাধান করব। হয়তো আজ রাতে বরকে নিয়ে বিয়ে করাতে কনের বাড়িতে যাওয়া হবে।
সবুজ মিয়া, বরের মামা

এ বিষয়ে বক্তব্য জানতে বর হাসেন মিয়ার মুঠোফোনে আজ যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে হাসেনের মামা সবুজ মিয়া প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমাদের দুই পক্ষের মধ্যে ভুল–বোঝাবুঝি। আজ দুপুরে বরের বাড়িতে পুলিশ এসেছিল। আমরা বর ও কনের পক্ষের লোকজনের মধ্যে কথা বলে বিষয়টি সমাধান করব। হয়তো আজ রাতে বরকে নিয়ে বিয়ে করাতে কনের বাড়িতে যাওয়া হবে।’ যৌতুক চাওয়ার বিষয়ে তিনি বলেন, বিয়েশাদির ব্যাপারে বহু আগে থেকেই এসব এলাকায় যৌতুক প্রথার প্রচলন আছে। যৌতুক দেওয়া ও নেওয়া আইনগত অপরাধ বলে স্বীকার করেন তিনি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, আজ দুপুরে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।