বাসচাপায় নানা-নাতনি নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব

লক্ষ্মীপুরে বাসচাপায় নানা-নাতনি নিহতের ঘটনায় চালক মো. একরামকে গ্রেপ্তার করে র‍্যাবছবি সংগৃহীত

লক্ষ্মীপুরে বাসচাপায় নানা-নাতনি নিহতের ঘটনায় বাসচালক মো. একরামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেলে ফেনী সদর উপজেলায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত সোমবার রাতে নিহতের পরিবার চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা করে।

যমুনা পরিবহনের বাসটির চালক মো. একরাম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেছকিমুড়া দক্ষিণপাড়া গ্রামের জানু মিয়ার ছেলে। র‍্যাব জানায়, গত সোমবার লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পূর্ব হাজিরপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় মিম আক্তার ও নছির মোল্লা নামের ‍দুজন মারা যান। সম্পর্কে তাঁরা নানা-নাতনি। তাঁরা চট্টগ্রাম থেকে ভোলার উদ্দেশে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই মারা যায় শিশু মিম আক্তার। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাছির মোল্লা। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে চালক একরামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে চন্দ্রগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন প্রথম আলোকে বলেন, একরামকে গ্রেপ্তারের পর পুলিশে হস্তান্তর করে র‍্যাব। তাঁকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।