কুমিল্লায় এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে সংসদ সদস্য, নিয়মের ব্যত্যয় নিয়ে প্রশ্ন

কুমিল্লার দেবীদ্বারে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার দুপুরে গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশন কেন্দ্রেছবি: সংগৃহীত

কুমিল্লায় চলমান এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্র পরিদর্শন করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। আজ বৃহস্পতিবার ইংরেজি পরীক্ষা চলাকালে তিনি দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জের গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশন কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শিক্ষার্থীদের ‘মানসিক চাপ বাড়িয়ে দেওয়ায়’ এবার এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেননি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। একই কারণে তিনি এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন থেকেও বিরত ছিলেন। ফলে কুমিল্লায় সংসদ সদস্যের কেন্দ্র পরিদর্শন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, আইনপ্রণেতা হিসেবে তিনি কেন্দ্রে যেতে পারেন। কেন্দ্র যেন নকলমুক্ত থাকে, সে জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য আবুল কালাম আজাদ আজ দুপুর ১২টার দিকে যখন কেন্দ্রে প্রবেশ করেন, তখন তাঁর সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবীদ্বার পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম ও জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদ হাসান উপস্থিত ছিলেন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার এইচএসসি পরীক্ষা–২০২৪–এর অনুসরণীয় বিষয়াবলির ২ নম্বর অনুচ্ছেদে লেখা রয়েছে, পরীক্ষাকেন্দ্রের চারপাশে ২০০ গজ বেষ্টনীর মধ্যে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন ব্যক্তিদের চলাচল নিষিদ্ধ করার জন্য কঠোরভাবে ১৪৪ ধারা বলবৎ নিশ্চিত করা। ৮ নম্বর অনুচ্ছেদে লেখা রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

আরও পড়ুন

সংসদ সদস্যের কেন্দ্র পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজামুল করিম বলেন, সংসদ সদস্য স্থানীয় অভিভাবক। তিনি কেন্দ্রে যেতে পারবেন।

গত ২৯ জুন শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এসএসসির মতো এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এর আগে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনেও যাননি শিক্ষামন্ত্রী। সে সময় শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শিক্ষামন্ত্রী মনে করেন পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের ওপর একধরনের হয়রানিমূলক পরিস্থিতি, মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরীক্ষার সময় পরীক্ষার্থীরা এমনিতেই একটা মানসিক চাপের (ট্রমার) মধ্যে থাকে। কেন্দ্র পরিদর্শনের নামে ব্যাপক জনসমাগম এই মানসিক চাপ আরও বাড়িয়ে দেয়।

সংসদ সদস্য পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারেন কি না, বিষয়টি নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিরাই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারেন। সে ক্ষেত্রে সংসদ সদস্যের সঙ্গে কেন্দ্রে কিংবা কেন্দ্রের বাইরে কারা ছিলেন, সেটা জানতে হবে।