বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে এসে আবেগ আপ্লুত প্রাক্তন শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জের দেওভোগ হাজী উজির আলী উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালেছবি: প্রথম আলো

বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগ আপ্লুত হয়ে ওঠেন নারায়ণগঞ্জ দেওভোগ হাজী উজির আলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৯৭৭ সালের এসএসসি পরীক্ষার্থী হেলেনা পারভীন। শিক্ষকতা পেশা থেকে অবসর নিয়েছেন। আজ অনুষ্ঠানে যোগ দিয়ে ২০ বছর পর স্কুলজীবনের সহপাঠী ফাতেমা হকের সঙ্গে তাঁর দেখা হয়। এমন অনেকেই পুরোনো বন্ধুর দেখা পান। গল্পে আড্ডায় চলে যান সেই পুরোনো দিনে।

আজ শুক্রবার নারায়ণগঞ্জ শহরের দেওভোগে অবস্থিত দেওভোগ হাজী উজির আলী উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপনের আয়োজন করা হয়। জাননাহ্ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খান।

প্রাক্তন শিক্ষার্থী হেলেনা পারভীন বলেন, অষ্টম শ্রেণিতে পড়ার সময় ফাতেমার সঙ্গে তাঁর খুব ভালো বন্ধুত্ব ছিল। সংসারজীবনের ব্যস্ততায় বান্ধবীর সঙ্গে অনেক দিন যোগাযোগ হয়নি। অনেক দিন পর বান্ধবীর সঙ্গে দেখা হওয়ায় খুব ভালো লাগছে। পুরোনো দিনের স্মৃতিগুলো আজ বেশি বেশি মনে পড়ছে।

৮১ ব্যাচের সেলিনা পারভীন থাকেন রাজধানীর স্বামীবাগে। ভালো সাঁতারু হিসেবে বিদ্যালয়ে তাঁর সুনাম ছিল। নিজের প্রাণের স্কুলে শতবর্ষ অনুষ্ঠানে স্কুলজীবনের পুরোনো বান্ধবী আরিফা বেগমের সঙ্গে তাঁর দেখা হয়েছে। সেলিনা পারভীন বলেন, ‘আমার প্রাণের স্কুলের শতবর্ষ অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। পুরোনো স্মৃতিগুলো বারবার উঁকি দিচ্ছে। বান্ধবী-বন্ধু অনেকের সঙ্গে দেখা হয়েছে। অনেকে আসতে পারেনি, তাদের কথা খুব বেশি মনে পড়ছে। আজ সারা দিন বন্ধুদের সঙ্গে আড্ডা দেব, গল্প ও মজা করব।’

একে অপরের সঙ্গে গল্প–আড্ডায় ব্যস্ত প্রাক্তনেরা
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খান বলেন, স্কুলজীবনের বন্ধুত্ব একেবারে স্বার্থহীন। প্রাক্তনদের এ অনুষ্ঠানে ফিরে পাওয়া যায়। এর চাইতে আনন্দের পৃথিবীতে আর কিছু নেই।শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানের আহ্বায়ক স্কুলের প্রাক্তন ছাত্র আরাফাত আলম বলেন, শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে ১ হাজার ৪৫০ জন প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান ৯৫০ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। দুই দিনব্যাপী শতবর্ষ অনুষ্ঠানে প্রথম দিন প্রাক্তনদের জন্য এবং দ্বিতীয় দিন স্কুলের বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আলেয়া বেগম প্রথম আলোকে বলেন, শতবর্ষ অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬০ সালের প্রাক্তন শিক্ষার্থীসহ পুরোনো বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

১৯২৪ সালে প্রাথমিক বিদ্যালয় হিসেবে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে ‘দেওভোগ হাজী উজির আলী স্কুল’ প্রতিষ্ঠিত হয়। ১৯৫০ সালে নিম্ন মাধ্যমিক ও ১৯৭৫ সালে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর হয় প্রতিষ্ঠানটি।