পঞ্চগড়ে আহমদিয়াদের বাড়িতে হামলার ঘটনায় বিএনপি নেতাদের নিন্দা

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির গ্রন্থাগার কক্ষে আজ মঙ্গলবার মতবিনিময় সভা করে বিএনপি নেতারা আহমদিয়া সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনার প্রতিবাদ জানান
ছবি : সংগৃহীত

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) প্রায় অর্ধশত বাড়িতে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতারা। এমনকি এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীরা জড়িত ছিলেন না বলে দাবি করেন তাঁরা।

মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির গ্রন্থাগার কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ দাবি করেন বিএনপির নেতারা। একটি চক্র পরিস্থিতি অশান্ত করতে সেখানে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটতরাজ এবং অগ্নিসংযোগ করেছে বলে দাবি বিএনপি নেতাদের।

মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদ আবদুল বারী প্রমুখ বক্তব্য দেন।

পঞ্চগড় জেলা শহরের উপকন্ঠে আহম্মদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা
ছবি : সংগৃহীত

বিএনপির নেতারা আরও বলেন, ‘ছাত্রদের আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে। এ আন্দোলনকে আমরা স্বাগত জানাই। তবে গত সোমবার বিকেলে বিজয় মিছিল থেকে যারা আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটতরাজ এবং অগ্নিসংযোগ করেছে, প্রশাসন তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে—এমনটাই প্রত্যাশা তাঁদের।

গতকাল সোমবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের উপকণ্ঠে আহম্মদনগর ও শালশিরি এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের প্রায় অর্ধশত বাড়িসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটতরাজ করে অগ্নিসংযোগ করে একদল দুর্বৃত্ত। এ সময় তাদের হামলায় আহমদিয়া সম্প্রদায়ের অন্তত ২০ জন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।