কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ রাশেদুল

অধ্যাপক মুহাম্মদ রাশেদুলছবি: সংগৃহীত

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মুহাম্মদ রাশেদুল ইসলাম। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। তিনি অধ্যাপক জাকির হোসেনের স্থলাভিষিক্ত হবেন। জাকির হোসেন ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য।

নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্য মুহাম্মদ রাশেদুল ইসলাম ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১–এর ১০(১) ধারা অনুযায়ী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ রাশেদুল ইসলামকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার শর্তে নিয়োগ প্রদান করা হলো।

ইতিমধ্যে নতুন এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তির কার্যক্রম শুরু হয়েছে, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ক্লাস শুরুর কথা রয়েছে। কুড়িগ্রাম ভোকেশনাল মোড়ে একটি ভাড়া ভবনে প্রশাসনিক ও টেক্সটাইল মোড় রেলগেট এলাকায় একটি ভাড়া ভবনে একাডেমিক কার্যক্রম চলছে। ২০২২ সালের এপ্রিল মাসে প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাকির হোসেন। তাঁর নিয়োগ ছিল চার বছরের জন্য। মেয়াদ শেষ হওয়ার প্রায় দেড় বছর আগেই তাঁকে সরিয়ে দেওয়া হলো।

অধ্যাপক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলাম। কিছুদিন ডেপুটেশনে ছিলাম। আজ আবারও সেই আগের চাকরিতে জয়েন করেছি। দেশ–বিদেশের বিভিন্ন শিক্ষাবিদের সমন্বয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সিলেবাস সাজিয়েছিলাম। যিনি উপাচার্য হলেন, তিনিও দক্ষ মানুষ। আশা করি, আগামী দিনে সবকিছু সুন্দরমতো হবে।’