চট্টগ্রামে ঈদ ফ্যাশনের জমজমাট আয়োজন
আবার এল সেই প্রতীক্ষিত মুহূর্ত। চট্টগ্রামের ফ্যাশনপ্রেমী ও ডিজাইনাররা যেন এই দিনের অপেক্ষায় থাকেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা সবাই মিলিত হলেন চট্টগ্রামের নান্দনিক আয়োজন আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায়।
নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর মোহনা হলে এই প্রতিযোগিতার আসর বসেছে। সন্ধ্যা সাতটায় আলোঝলমলে মঞ্চে সুরের মূর্ছনা আর নৃত্যের ছন্দে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে মঞ্চে ওঠেন উপস্থাপক স্মিতা চৌধুরী। তবে এর আগেই পুরো মিলনায়তন জমজমাট হয়ে যায়। দলে দলে ফ্যাশনপ্রেমীরা এসেছেন। তাঁদের কেউ খোশগল্পে মশগুল, আবার কেউ ছিলেন সেলফি তুলতে ব্যস্ত।
পবিত্র রমজান মাস সমাগত। ইতিমধ্যে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে। এবার ঈদপোশাকে নতুন ধারা কী, ডিজাইনাররা কেমন পোশাক বাজারে আনছেন; তা নিয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়ে গেছে। চট্টগ্রামের এই ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় পোশাকের নতুনত্বই যেন ফুটে উঠছে।
১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রামে নিয়মিত এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে প্রথম আলো। এবার ২৪তম আসর। এতে নিজেদের ব্যতিক্রমী পোশাক ও নকশায় ঈদের আমেজ তুলে ধরছেন প্রতিযোগীরা। প্রতিযোগিতায় সাতটি বিভাগে ৪৩ ডিজাইনারের ২৩২টি পোশাক জমা পড়েছে। এর মধ্যে প্রাথমিক বাছাই শেষে ৪৯টি পোশাক চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়েছে। রংবাহারি এসব পোশাক পরে হাজির হচ্ছেন মডেলরা।
জান্নাতুল বুশরা ২০১৯ সাল থেকে পোশাকের নকশা করছেন। ঘরে বসে পোশাকের নকশা বোনেন তিনি। এখনো কোনো প্রতিষ্ঠান দাঁড় করাননি। এবারই প্রথম প্রতিযোগিতায় অংশ নিলেন। তিনি জানান, বর্তমানে হ্যান্ড পেইন্ট, কারচুপি, ব্লকের কাজ করছেন। নকশায় নতুনত্ব আনার চেষ্টা করেন।
আয়শা রুবাইয়াতের প্রতিষ্ঠানের নাম ঢংগি। ২০১৯ সাল থেকে অনলাইনে পেজ খুলে পোশাক বিক্রি করছেন তিনি। আয়শা প্রথম আলোকে বলেন, তিনি মূলত হ্যান্ড পেইন্ট, এমব্রয়ডারির কাজ করেন। নকশায় প্রাধান্য পায় আধুনিক সময়ের গল্প।
এবারের আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে বার্জার পেইন্টস বাংলাদেশ ও এসএ গ্রুপ। সার্বিক সহযোগিতায় রয়েছে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা। রূপচর্চা সহযোগী পারসোনা।
‘অনুপ্রেরণা জোগানোই মূল লক্ষ্য’
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, প্রথম আলো সমাজে কল্যাণকর বেশ কিছু আয়োজন করে থাকে। কৃষক সম্মাননা, শিক্ষক সম্মাননাসহ নানা অনুষ্ঠান প্রথম আলো আয়োজন করছে। সেই ধারাবাহিকতায় এ ঈদ ফ্যাশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বলা যায়, প্রতিবছর ঈদ ফ্যাশন অনুষ্ঠানের জন্য মুখিয়ে থাকেন চট্টগ্রামের ফ্যাশনপ্রেমীরা। এ প্রতিযোগিতার মাধ্যমে অনেক ডিজাইনারের উত্থান হয়েছে। মূলত অনুপ্রেরণা জোগানোই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।
প্রতিযোগিতায় এবার বিচারক হিসেবে আছেন খ্যাতনামা ডিজাইনার মোয়াজ্জেম হোসেন, মণিদীপা দাশ, কাজী শাহ্তাজ পারভীন, ফারজানা মালিক ও সঞ্জয় কুমার দাস।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও পারশা মাহজাবীন। সম্প্রতি বাংলাদেশের অন্যতম বৃহৎ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে তাঁদের ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’ মুক্তি পেয়েছে। ইতিমধ্যে এটি দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। অতিথিদের আনন্দ দ্বিগুণ করতেই তাঁরা হাজির হয়েছেন।