নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওনের বাড়িতে মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যুবদল কর্মী শাওন হত্যা—এটা শুধু একজন ব্যক্তিকে হত্যা নয়, একটি আদর্শকে হত্যা, গণতন্ত্র ও মানুষের স্বপ্নকে হত্যা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা শাওনকে গুলি করে হত্যা করেছে, অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’
আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের নবীনগর এলাকায় নিহত যুবদল কর্মী শাওনের বাড়িতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা গণতান্ত্রিক দেশের জন্য দেশটাকে স্বাধীন করেছিলাম, মুক্তিযুদ্ধ করেছিলাম। আমরা গণতন্ত্রের জন্য বারবার সংগ্রাম লড়াই করছি। আজকে এই সরকার, কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী সরকার। তারা গুলি করে, হত্যা করে, গুম করে আজকের আন্দোলনকে দমন করতে চায়। আজকে বিরোধী দলের কর্মীদের তারা রাজপথে হত্যা করছে। তারা মানুষকে অত্যাচার করছে, নির্যাতন করছে। এই আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে।’
‘শাওন বিএনপির কর্মী না’—পুলিশের এমন দাবি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে তারা। শাওন যুবদলের কর্মী, এটা সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে।
এর আগে মির্জা ফখরুল উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমার ভাই শাওনকে গুলি করে হত্যা করা হয়েছে। এই শাওনের আত্মত্যাগ এ দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। এই আন্দোলনকে আরও বেগবান করবে। আজকে দীর্ঘ এক যুগ ধরে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছে। আমাদের ন্যূনতম যে অধিকার, আমরা আমাদের রাজনীতির কথা বলব, জিনিসপত্রের দাম বেড়ে গেছে এ জন্য শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব। কিন্তু সেই অধিকারটুকু তারা কেড়ে নিয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি করে শাওনকে হত্যা করা হয়েছে। এই গণতান্ত্রিক দেশে এটা চলতে পারে না। শুধু শাওন নয়, নুরে আলম ও রহিমকে একইভাবে গুলি করে হত্যা করা হয়েছে। মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, নেত্রকোনা, নড়াইল, কুমিল্লাসহ অসংখ্য জায়গায় প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করা হয়েছে।’
বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা কখনো সন্ত্রাস ও ভায়েলেন্সে বিশ্বাস করি না। পুলিশ ভাই ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের শত্রু নন। আপনারা এই দেশের সন্তান। দেশের স্বাধীনতাকে রক্ষা করা আপনাদেরও দায়িত্ব। শুধু আওয়ামী লীগের কথা শুনে নিরীহ জনগণের ওপর গুলি করা আপনাদের দায়িত্ব নয়। আমরা অনুরোধ করব, আপনারা অন্যায় কোনো হুকুম মানবেন না। এই হত্যা হচ্ছে, এই হত্যার জন্য একদিন না একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই অনুরোধ করব, অন্যায়ভাবে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করবেন না।’
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহত শাওনের মা ফরিদা বেগমের সঙ্গে কথা বলেন এবং সহানুভূতি প্রকাশ করেন। পরে নিহত শাওনের ভাই ফরহাদ হোসেনকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালামসহ জেলা বিএনপির নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।