চাঁপাইনবাবগঞ্জ থেকে আগামীকাল চালু হচ্ছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’
চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনের জন্য আগামীকাল বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’। বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে এই ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ প্রথম আলোকে বলেন, উদ্বোধনের পর বিশেষ ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টায়। ট্রেনটি রাজশাহী, লোকমানপুর, আবদুলপুর আড়ানি, জামতৈল, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, টঙ্গী, জয়দেবপুর, বিমানবন্দর, তেজগাঁও ছাড়াও আরও কিছু স্টেশনে দাঁড়াবে। তবে কোনো নির্দিষ্ট স্টেশনে বেশি পরিমাণ আম বুকিং দিলে সেই স্টেশনেও দাঁড়াবে এই ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আম পাঠাতে খরচ হবে ১ টাকা ৩১ পয়সা।
ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে চলছে শেষ সময়ের সাজসজ্জা ও পরিচ্ছন্নতার কাজ। তীব্র রোদের মধ্যেই আজ বুধবার দুপুর ১২টার দিকে স্টেশনের সামনে রেললাইনে কাজ করতে দেখা গেছে শ্রমিকদের।
তীব্র খরার কারণে এবার আম তাড়াতাড়ি পেকেছে। ফলে বাজারে একসঙ্গে বেশি আম পাঠানো হচ্ছে। অন্যদিকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের যাত্রা শুরু হচ্ছে দেরি করে। এতে কিছুদিন ধরে স্বল্প খরচে ঢাকায় আম পাঠানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন আমচাষি ও ব্যবসায়ীরা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম প্রথম আলোকে বলেন, ‘কম খরচে নিরাপদে আম পাঠানোর জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেন একটি ভালো মাধ্যম। ট্রেনটি ২৫ মে চালু হওয়ার কথা শুনেছিলাম। কিন্তু অজ্ঞাত কারণে তা হয়নি। ইতিমধ্যে প্রায় ২০ ভাগ আম কুরিয়ার সার্ভিস ও ট্রাকে করে চলে গেছে। এতে বেশি ভাড়া গুনতে হয়েছে ভোক্তাদের।’ একই মন্তব্য করেন শিবগঞ্জ ম্যাঙ্গো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক শামীম খান।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন, নানা কারণে একটু দেরি হয়েছে, এটা ঠিক। ১ জুন চালু হলে ভালো হতো।