কর্ণফুলী নদীতে নিখোঁজ মাঝির লাশ উদ্ধার

নিহত জাবেদ আহমদছবি; সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ হওয়া এক মাঝির লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার এক দিন পর গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নদীর হামিদচর এলাকা থেকে তাঁর লাশটি উদ্ধার হয়। এর আগে গত বুধবার বিকেল পাঁচটার দিকে তিনি নদীর পানিতে তলিয়ে যান।

নিহত মাঝির নাম জাবেদ আহমদ (৪০)। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহার ১ নম্বর ওয়ার্ড বাইট্টা গোষ্ঠীর বাড়ির মৃত শরীফ আলীর ছেলে। পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁর।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শিকলবাহা এলাকা থেকে নিজের নৌকায় দুজন যাত্রীকে কর্ণফুলী নদীর কোলাগাঁও এলাকায় ভাসমান একটি বাল্কহেডে (নৌযান) নিয়ে যান জাবেদ। ওই বাল্কহেডের সঙ্গে নৌকাটি রশি দিয়ে বেঁধে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছিলেন তিনি। এ সময় রশি খুলে গিয়ে নৌকাটি ভেসে যাচ্ছিল। নিজের নৌকা ধরতে বাল্কহেড থেকে নদীতে ঝাঁপ দেন জাবেদ। তবে কিছুদূর সাঁতরে যাওয়ার পর তিনি নদীর পানিতে তলিয়ে যান।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরাম উল্লাহ বলেন, মাঝি জাবেদ নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। লাশটি পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের সদস্যদের হস্তান্তর করা হয়েছে।