ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরলেন ২৬ বাংলাদেশি
বিভিন্ন সময়ে সপরিবার ভারতে অনুপ্রবেশ, পাচার হওয়া কিশোরীসহ ২৬ জন বাংলাদেশি ভারত থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। ভারতে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে বিশেষ ভ্রমণ অনুমতির মাধ্যমে তাঁরা দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, ১২ জন কিশোর, ৭ জন কিশোরী এবং ৫ জন ছেলেশিশু রয়েছে। শিশুদের বয়স ৭ থেকে ৯ বছর, কিশোর ও কিশোরীদের বয়স ১০ থেকে ১৮ বছর এবং পুরুষের বয়স ৪৫ বছর। তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, নড়াইল, রংপুর, খুলনা, ফরিদপুর ও দিনাজপুর জেলায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, এসব কিশোর-কিশোরী ও পুরুষ ভালো রোজগারের আশায় দালালের মাধ্যমে এবং শিশুরা তাদের মা-বাবার সঙ্গে অবৈধভাবে সীমান্ত পারি দিয়ে ভারতে যায়। পরে সেখানে কাজ করার সময় সে দেশে অবৈধভাবে বসবাস করার অপরাধে পুলিশ তাঁদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে একটি প্রতিষ্ঠান তাঁদের ছাড়িয়ে এনে নিজস্ব শেল্টার হোমে রাখে। আজ বিকেল ৫টা ১৭ মিনিটে ভারত সরকারের দেওয়া বিশেষ ভ্রমণ অনুমতির মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, ‘বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুদের সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।’
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ভারত থেকে ফেরত আসা ২৬ জনকে আজ রাত ৯টার দিকে একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। সংস্থাটি তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।