সিরাজগঞ্জে নিখোঁজের ১৫ দিন পর মুদিদোকানির গলিত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের ১৫ দিন পর রইস উদ্দিন (৫৫) নামের এক মুদিদোকানির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ নভেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের নলুয়া বটতলা এলাকায় একটি খেতের পাশে জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রইস উদ্দিন উপজেলার কংলাকান্দা এলাকার অমর আলীর ছেলে।
পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রইস উদ্দিন পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের নলুয়া বটতলা এলাকায় মুদিদোকান চালাতেন। প্রতিদিনের মতো ৩ নভেম্বর সকালে বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তাঁকে না পেয়ে পরিবারের লোকজন আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাঁকে না পেয়ে ৮ নভেম্বর সকালে পরিবারের পক্ষ থেকে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। স্থানীয় লোকজন আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে শাহজাদপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের নলুয়া বটতলা এলাকায় খেতের পাশের জঙ্গলের মধ্যে একটি গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রইস উদ্দিনের ভাতিজা জুলহক হোসাইন বলেন, ‘১৫ দিন ধরে আমার চাচা নিখোঁজ ছিলেন। ৩ নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় দোকানিরা চাচাকে পৌর শহরের নলুয়া বটতলা এলাকায় তাঁর দোকানে দেখেছেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।’
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, লাশটির উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। গলিত অবস্থায় উদ্ধারের কারণে লাশের শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন আছে কি না, বিষয়টি বোঝা সম্ভব হয়নি। এ বিষয়ে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।